১০ মার্চ ঢাকায় এসেছেন ভারতের কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। বাংলাদেশের নির্মিতব্য ‘অন্তরাত্মা’ ছবিতে অভিনয় করছেন তিনি। ১১ মার্চ থেকে পাবনায় শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এই ছবিতে কাজের মধ্য দিয়ে প্রথমবার শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন তিনি। কথা রটেছে, অনুমোদন না নিয়েই এ দেশে কাজ করছেন তিনি। শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতাসহ নানা বিষয়ে কথা হলো তাঁর সঙ্গে
বাংলাদেশের সিনেমায় কাজ করতে কেমন লাগছে?
ভীষণ ভালো লাগছে। এর আগেও একবার বাংলাদেশে এসেছিলাম। সেবার ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে কাজ করেছি। কিন্তু এই টিমের সঙ্গে প্রথম কাজ। তাড়াহুড়া করে বাংলাদেশে এসে শুটিংয়ে ঢুকে গেছি। টিমের সবার সঙ্গে ভালোভাবে কথা বলার সুযোগ হয়নি। তাই এক্সাইটমেন্টের সঙ্গে টেনশনও ছিল। তবে কয়েক দিন কাজের মাথায় টিমের সহযোগিতার কারণে কাজ করাটা সহজ হয়ে গেছে। যতই দিন যাচ্ছে, ততই শুটিং করতে সহজ বোধ করছি।
শাকিব খানের সঙ্গে কবে প্রথম দেখা হলো?
এই ছবিতে কাজ করতে এসেই প্রথম দেখা। তবে আগে থেকেই জানি তিনি বাংলাদেশের বড় তারকা। প্রথম দিন ছবির গানের শুটিং করতে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয়েছে। দারুণ একজন মানুষ শাকিব খান। খুবই সহযোগিতাপূর্ণ মানুষ। এরপর শাহেদ ভাইয়ের সঙ্গেও দৃশ্য করছি। তাঁকেও ভালো মনের মানুষ বলে মনে হয়েছে।
হ্যাঁ, হয়েছে। আলাপ–আলোচনায় বাংলাদেশি সিনেমা, ভারতীয় সিনেমার বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে আমাদের। কথা বলতে গিয়ে দেখলাম, সিনেমা ও সিনেমার বাইরের নানা বিষয়ে শাকিব খানের জানার আগ্রহ অনেক। জানতে ভালোবাসেন, নানা বিষয়ে কথা বলতে ভালোবাসেন।

শাকিব খানের কোন দিকটা আপনার ভালো লেগেছে?
শাকিব খান দেশ–বিদেশের সিনেমাসহ অনেক বিষয়ে খোঁজখবর রাখেন। এ ছাড়া বিভিন্ন বিষয়ে জানার আগ্রহও তাঁর বেশি। বিষয়টি আমার খুব ভালো লেগেছে। সিনেমা নিয়ে, তাঁর কাজ নিয়ে দারুণ প্যাশনেট তিনি। তা ছাড়া শাকিব খান দেখতে খুব সুন্দর।

বেশ কয়েক দিন হয়ে গেল শুটিংয়ে। বাংলাদেশে কাজের অভিজ্ঞতা কেমন?
খুবই ভালো। দ্রুতই কাজ হচ্ছে। যেভাবে শুটিংয়ের শিডিউল করা হয়েছে, পরিকল্পনা অনুযায়ীই কাজ শেষ হবে মনে হচ্ছে। কাজ করতে এসে মনে হয়েছে, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি বেশ পেশাদার। তা ছাড়া আমাদের দুই বাংলার কাজের ধারা অনেকটা একই রকম।
বিনোদন থেকে আর ও পড়ুন।



0 Comments