সর্বশেষ

6/recent/ticker-posts

বাড়ছে সংক্রমণ, কমছে টিকা গ্রহণ

 



দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু এক অন্যদিকে কমছে করোনা টিকাগ্রহীতার সংখ্যা। চিকিৎসকেরা বলছেন, করোনা মোকাবিলায় প্রথম হাতিয়ার টিকা। তবে শুধু টিকা নিলেই হবে না, যথাযথ স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে।

গত ৯ ফেব্রুয়ারির পর দেশে সবচেয়ে কমসংখ্যক মানুষ করোনার টিকা নিয়েছেন আজ সোমবার। সারা দেশে আজ টিকা নিয়েছেন ৮৭ হাজার ৮৬০ জন। এর মধ্যে ঢাকায় আজ টিকা নিয়েছেন ১৫ হাজার ৯৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম থেকে আজ সন্ধ্যায় এসব তথ্য জানানো হয়।দিকে বাড়ছে,

গণটিকা কার্যক্রমের শুরুতে করোনার টিকার জন্য নিবন্ধন ও দৈনিক টিকাগ্রহীতার সংখ্যা কম ছিল। তবে টিকা দেওয়া শুরু হলে এই সংখ্যা বাড়াতে শুরু করে। টিকাদান শুরুর দ্বিতীয় সপ্তাহে দৈনিক টিকাগ্রহীতার সংখ্যা ২ লাখ ৩০ হাজার ছাড়িয়ে যায়। ওই সময় দৈনিক নিবন্ধনও হচ্ছিল আড়াই লাখের কাছাকাছি। কিন্তু তিন সপ্তাহ ধরে দেশে করোনার টিকাগ্রহীতার সংখ্যা কমছে। টিকা পেতে নিবন্ধনও কম হচ্ছে।

দেশে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। সারা দেশে এ পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৪৪ লাখ ৮৫ হাজার ৯৫৪ জন। এর মধ্যে পুরুষ ২৮ লাখ ৪৪ হাজার ৩৫৫ জন এবং নারী ১৬ লাখ ৪১ হাজার ৫৯৯ জন।


মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা একেবারেই কম বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাইরোলজিস্ট নজরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা একেবারেই মৌলিক বিষয়। ব্যক্তিগত সুরক্ষা না মানা হলে মানুষ করোনায় আক্রান্ত হবেই। টিকা নেওয়ার পরও এমন ঘটনা দেখা যাচ্ছে। মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানাটা বোকামি।

করোনার শুরু থেকে মুগদা হাসপাতাল কোভিড চিকিৎসা দিয়ে যাচ্ছে। হাসপাতালটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যা আছে ১৪টি। গতকাল একটি শয্যাও ফাঁকা ছিল না। আইসিইউ ফাঁকা না থাকায় জরুরি সেবার রোগীদের ফেরত দিতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। গত দুই সপ্তাহে দ্বিগুণের বেশি করোনা রোগী বেড়েছে উল্লেখ করে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আজ এখানে ১৫৩ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন। অথচ দুই সপ্তাহ আগে রোগী ছিল ৬০ থেকে ৭০ জন।

চিকিৎসকেরা বলছেন, চারটি হাতিয়ার দিয়ে করোনা মোকাবিলা করা সম্ভব। করোনার টিকা নেওয়া, নিয়মিত মাস্ক পরিধান, বাইরে বের হলে সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং নিয়মিত হাত ধুয়ে জীবাণুমুক্ত করা। করোনার টিকা নিলেই রোগ প্রতিরোধক্ষমতা বাড়বে মানুষের। তবে টিকার পাশাপাশি স্বাস্থ্যবিধিও মানতে হবে।

বাংলাদেশ থেকে আর ও পড়ুন।

Post a Comment

0 Comments