সর্বশেষ

6/recent/ticker-posts

মন ভেঙে গেছে দীঘির

 

ঘির মন ভালো নেই। বিষণ্ন, বিধ্বস্ত আর হতাশ হয়ে পড়েছেন তিনি। ফেসবুক–বন্ধুদের সে কথা জানিয়েছেন তিনি। বহু কষ্টে নিজেকে শান্ত রেখে আপাতত দূরে থাকছেন সামাজিক যোগাযোগমাধ্যম ও ফোন থেকে। কী কারণে বিষণ্নতায় ডুবলেন তিনি, ফেসবুকে পোস্ট দিয়ে তা জানিয়েছেন দীঘি।

অভিনেত্রী প্রার্থনা ফারদীন দীঘি ইংরেজিতে ফেসবুকে লিখেছেন, ‘আমি কারও মনোযোগ পাওয়ার জন্য এই লেখাটা লিখছি না। কেবল আমার মনের অবস্থা ভাগাভাগি করে নিচ্ছি আপনাদের সঙ্গে। আজ আমি আমার মানসিক অবস্থা নিয়ে কথা বলব। হতাশা! শব্দটা শুনে আপনার যেমন লাগছে, এই শব্দটা ততটাই হতাশার। এটা আসলেই জোরে আঘাত করে আর মনটা ভেঙেচুরে দেয়। আমি বরাবরই এমন একটা মানুষ, যে প্রতিনিয়ত স্বপ্ন দেখে। পূর্ণ আবেগ নিয়ে জীবনকে উপভোগ করে। পেছনে কথা বলা নিয়ে আমি কখনই বিরক্ত হইনি। কিন্তু এই সময়টা... এই অভিশপ্ত সময়টা আমাকে মানসিকভাবে ভেঙেচুরে ফেলেছে।’


জীবনকে সব সময় ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখতে ভালোবাসেন দীঘি। কিন্তু তিনি আর পারছেন না। ক্রমাগত বুলিং, ট্রলিংয়ের শিকার হয়ে মন ভেঙে গেছে দীঘির। সবকিছুর যেন বাঁধ ভেঙে গেছে। তিনি লিখেছেন, ‘আমি ভেতরে, বাইরে পুরোদস্তুর একটা ইতিবাচক মানুষ। আমি কখনই ভাবিনি যে আমি এভাবে মানুষের ট্রল, ব্যঙ্গ, উপহাস আর বিতর্কের শিকার হব। আমি সব সময় এগুলোকে এড়িয়ে মানসিকভাবে শক্ত আর আত্মবিশ্বাসী থাকতে চেয়েছি। কিন্তু আর পারছি না। আপাতত আমি কারও ফোন ধরছি না। মেসেজের উত্তর দিচ্ছি না।’

একটু সময় নিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরবেন বলেও কথা দিয়েছেন দীঘি। পোস্টটির শেষে দীঘি লিখেছেন, ‘হয়তো কিছু মানুষ আমার এ রকম আচরণে বিরক্ত হচ্ছে, ভুল বুঝছে, আমার ওপর রাগও হচ্ছে। তবে আমার বিশ্বাস, সব ঠিক হয়ে যাবে। আমি সবকিছু পেছনে ফেলে আবার আমার মতো ফিরব। আমি একটু সময় চাই। এই সময়টুকু আমাকে আমার মতো থাকতে দিন। শুরু থেকেই আমার পরিবার, বন্ধু আর কাছের মানুষদের আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। ভালোবাসা জানবেন।’


বিনোদন থেকে আর ও পড়ুন।


Post a Comment

0 Comments