গৌরবদীপ্ত পথচলায় দারুণ সব অর্জনে টইটম্বুর লিওনেল মেসির ক্যারিয়ার। তবে এবারের কীর্তি বুঝি একটু বেশিই স্পেশাল। বার্সেলোনার মতো ঐতিহ্যবাহী ক্লাবের ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড বলে কথা! মেসি নিজেও উচ্ছ্বসিত এই চূড়ায় পা রাখতে পেরে।
লা লিগায় ঘরের মাঠে সোমবার বার্সেলোনার হয়ে নিজের ৭৬৭তম ম্যাচটি খেলেন মেসি। ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে নাম লেখান চাভি এরনান্দেসের পাশে।
আগামী রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে রেকর্ডটি একান্তই নিজের করে নিতে পারেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।
রেকর্ড ছোঁয়ার পর অনুভূতি প্রকাশের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নেন মেসি।




0 Comments